ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় হোম কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, মার্চ ১৬, ২০২০
খুলনায় হোম কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৭ জন

খুলনা: করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় বিদেশফেরত সাতজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সম্প্রতি সিঙ্গাপুর, ওমান ও ভারত থেকে দেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে খুলনার তেরখাদা উপজেলাতেই রয়েছেন ৫জন। তারা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। এছাড়া খুলনার দাকোপ উপজেলায় দু’জন রয়েছেন। এর মধ্যে একজন ওমান থেকে এবং অপরজন ভারত থেকে এসেছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সোমবার  (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখিত ৭জনও নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, খুলনা জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।