ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বাবুগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, মার্চ ১৬, ২০২০
বাবুগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে আল আমিন নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল আমিন ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

 

শিশুটির মা বিলকিস বেগমের দাবি, আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম বাড়ির পাশের নদীতে গোসল করতে যান। কিছুক্ষন পর ফিরে এসে ঘরের মেঝেতে ছেলের মরদেহ পান। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুঁটে আসেন। পরে পুলিশকে সংবাদ দেওয়া হয়।  

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত আল-আমিনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে।  

মৃত্যুর রহস্য উদঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিনের মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০ 
এমএস/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।