তৌহিদ জানান, শনিবার (১৪ মার্চ) সকালে ১৪২ জন, বিকেলে পৃথক ফ্লাইটে ২৫ ও ৩৪ জন এবং দিনগত রাতে দেশে ফিরেছেন ৫৮ জন। রোববার (১৫ মার্চ) আরও ১১২ বাংলাদেশি ইতালি থেকে ফিরেছেন।
রোববার বেলা সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তৌহিদ উল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, নার্স, চিকিৎসক ও পুলিশসহ সবার আন্তরিক চেষ্টায় আমরা কাজ করছি। স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তৌহিদ উল আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট সংখ্যা দিনে গড়ে ৩০টি কমেছে। আগে যেখানে গড়ে প্রতিদিন ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশে আসতো, এখন ৫০টি ফ্লাইট আসছে। সেটা আরও কমে আসতে পারে।
শাহজালাল বিমানবন্দরের এ পরিচালক আরও বলেন, ইউরোপ থেকে দুই সপ্তাহ যাত্রী আগমন বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমরা এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলেই বিমানবন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত কার্যকর করবে।
তৌহিদ উল আহসান বলেন, থার্মাল স্ক্যানার সবগুলো সচল রয়েছে। প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়েছে।
আরও পড়ুন...
** ইতালি থেকে ফিরলেন আরও ১১২ বাংলাদেশি
** ইতালি থেকে ফেরা ১৪২ জন হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে
** কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি, হজ ক্যাম্পে বিক্ষোভ
** হোম কোয়ারেন্টাইনে থাকবেন ইতালি থেকে ফেরা ১৪২ বাংলাদেশি
** ইতালি থেকে আরও ২০০ জনের মতো ফিরছেন: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিএম/আরবি/