রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
তিনি জানান, চাঁদা দাবি ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর আমানতগঞ্জের নয়া বাড়িতে কিছু জমি ক্রয় করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট শহিদুল ইসলাম। সেখানে গিয়ে শনিবার রাতে চাঁদা দাবি করেন স্থানীয় যুবলীগ নেতা মজিবর সিকদার তার সহযোগী নিজাম সিকদার। দাবি করা চাঁদা দিতে অস্বীকার করলে শহিদুল ইসলামকে মারধর করেন তারা।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএস/এইচএডি