ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে মাদরাসা ছাত্রসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, মার্চ ১৫, ২০২০
কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে মাদরাসা ছাত্রসহ নিহত ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামাখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন ছাত্র। 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসা ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন ছাত্র।

রোববার (১৫ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার বেগুনবাড়ী মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদ (২৭), মাদরাসার ছাত্র নেত্রকোনা জেলার ইমরান হাসান (১৬), ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও একই মাদরাসার ছাত্র ইলিয়াস (১৬)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, ময়মনসিংহের বেগুনবাড়ী মাদরাসার শিক্ষার্থীরা নওগাঁয় কোনো অনুষ্ঠান শেষে করে বাস রিজার্ভ করে ফিরছিল। পথে বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত হয়। আহত হন ছাত্র-শিক্ষকসহ অন্তত ১৫ জন।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক খালেদের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০/আপডেটেড: ১২৪০ ঘণ্টা
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।