ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, মার্চ ১৫, ২০২০
চৌগাছায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত 

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। জহুরুল উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুল পাড়ার গোলাম হোসেনের ছেলে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বাংলানিউজকে জানান, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মাকাপুর গাবতলা মাঠে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদকবিক্রেতারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাদকবিক্রেতা জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, নিহত জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।