হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য অধিদপ্তরের হেফাজতে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে আরও ১১২ বাংলাদেশি রোববার সকালে দেশে ফিরেছেন।
এর আগে শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালেও ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি। পরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়।
আরও পড়ুন>> ইতালি থেকে ফেরা ১৪২ জন হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে
আরও পড়ুন>> কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি, হজ ক্যাম্পে বিক্ষোভ
আরও পড়ুন>> হোম কোয়ারেন্টাইনে থাকবেন ইতালি থেকে ফেরা ১৪২ বাংলাদেশি
আরও পড়ুন>> ইতালি থেকে আরও ২০০ জনের মতো ফিরছেন: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিএম/এইচএডি/