শনিবার (১৫ মার্চ) দিনগত রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, দু’টি ছুরি, ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার এবং নিহত লিপার ব্যবহৃত একটি ট্যাব ও নগদ ১৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মো. মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), মো. আবদুল মজিদ (৩৩) ও মো. রফিক হাওলাদার (৪২)। তারা সবাই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং লিপা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকরা গত ২৯ ফেব্রুয়ারি লিপা হত্যার সঙ্গে জড়িত। রোববার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
পিএম/আরবি/