রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে হজ ক্যাম্প ছাড়তে শুরু করেন। বাড়ি ফিরে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ১৪২ বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। তাদের বাড়ি পর্যন্ত নজরদারিতে রাখা হবে। বাড়ি গিয়েও তারা কোয়ারেন্টাইনের শর্ত পালন করবেন।
শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিএম/আরবি/