ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

হোম কোয়ারেন্টাইনে থাকবেন ইতালি থেকে ফেরা ১৪২ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, মার্চ ১৫, ২০২০
হোম কোয়ারেন্টাইনে থাকবেন ইতালি থেকে ফেরা ১৪২ বাংলাদেশি

ঢাকা: ইতালি থেকে ফেরা ১৪২ বাংলাদেশি রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। 

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে হজ ক্যাম্প ছাড়তে শুরু করেন। বাড়ি ফিরে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছে।

 

এর আগে শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ১৪২ বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। তাদের বাড়ি পর্যন্ত নজরদারিতে রাখা হবে। বাড়ি গিয়েও তারা কোয়ারেন্টাইনের শর্ত পালন করবেন।  
 
শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর তাদের আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ না থাকায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।