ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

করোনা ভাইরাস: ইতালি থেকে আসা ৪৮ জন গাজীপুরে কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, মার্চ ১৫, ২০২০
করোনা ভাইরাস: ইতালি থেকে আসা ৪৮ জন গাজীপুরে কোয়ারেন্টাইনে

গাজীপুর: ইতালি থেকে আসা ৪৮ জনকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মেঘডুবি এলাকার ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

করোনা ভাইরাস ঠেকাতে শনিবার (১৪ মার্চ) রাতে তাদের মেঘডুবি এলাকার ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, করোনা ভাইরাস রোধে শনিবার বিকেলে ইতালি থেকে আসা ৪৮ জনকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পূবাইলের মেঘডুবি এলাকায় কোয়ারেন্টাইনে আনা হয়েছে।

৩টি আলাদা গাড়িতে করে ইতালি ফেরত ওই ৪৮ জনকে রাতেই পূবাইল মেঘডুবি এলাকার কোয়ারেন্টাইনে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে ৭০ জনের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। তাদের এখানে রেখে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। পরে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না পাওয়া গেলে বাড়ি ফেরত পাঠানো হবে। এছাড়া এখানে তাদের করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান ও গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীসহ এসময় প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
আরএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।