ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ২০ জন হোম কোয়ারেন্টাইনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৬, মার্চ ১৫, ২০২০
বগুড়ায় ২০ জন হোম কোয়ারেন্টাইনে বগুড়া

বগুড়া: বগুড়ায় নতুন করে বিদেশ ফেরত আরও ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।

শনিবার (১৪ মার্চ) জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় নন্দীগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল বাংলানিউজকে জানান, শনিবার উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ্ব করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় মোট পাঁচজন করে ১০জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, গত ১১ মার্চ থেকে আজ (১৪ মার্চ) পর্যন্ত জেলায় মোট ২০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট নয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

 

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০

কেইউএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।