শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার ফেরিঘাট থেকে জান্নাত নামে ৬ বছরের এক শিশু নিঁখোজ হওয়ার ঘটনা ঘটেছে।
নিঁখোজ জান্নাত বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়কাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
জাহাঙ্গীর হোসেন জানান, তারা বানারীপাড়া সদর থেকে ট্রলার যোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য ফেরিঘাট এলাকায় অবস্থান করছিল। শিশু জান্নাতও সেখানে তাদের সঙ্গে ছিল। কিছুসময় পরে জান্নাতকে তারা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয়রা ধারণা করছে পা পিছলে জান্নাত নদীতে পড়ে যেতে পারে। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কামার পাল জানান, শিশুটি নিঁখোজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে তল্লাশী চালিয়েছে, তবে তার সন্ধান পাওয়া যায়নি।
অপরদিকে বরিশাল মুলাদীর মৃধারহাট লঞ্চঘাটে নৌকাডুবিতে পল্লীবিদ্যুতের লাইনম্যান আলাউদ্দিন সরদার (২০) নিঁখোজ হয়েছেন।
সে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ এলাকার সিদু সরদারের ছেলে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জয়ন্তীর শাখা নদীতে খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়, এসময় ৭/৮ জন সাঁতরে তীরে উঠলেও আলাউদ্দিন সরদার নিঁখোজ হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে।
বাংলাদেশ সময় : ০২০৩ ঘন্টা, মার্চ ১৫, ২০২০
এমএস/এসআইএস