শনিবার ১৪ মার্চ রাত ৮টার দিকে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বান্দরবান বাজার সংলগ্ন আশেপাশের এলাকায় রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বান্দরবান শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
জনসচেতনতা মূলক পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল জলিল, বান্দরবান সদর থানার এস আই প্রিয়াল পালিতসহ পুলিশের সদস্যরা।
এই বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বান্দরবান একটি পর্যটন এলাকা। পর্যটকরা বান্দরবনে ছুটে আসে, কিন্তু কিছু অসাধু মহল রাস্তাঘাট দখল করে দোকানপাট পরিচালনার মাধ্যমে বান্দরবানের সার্বিক সৌন্দর্য নষ্ট করে যাচ্ছে। তাই বান্দরবানে সার্বিক সৌন্দর্য রক্ষার্থে বান্দরবান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওসি আরও জানান, বান্দরবানের প্রতিটা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন বান্দরবানের সৌন্দর্য রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, তাই অবৈধভাবে রাস্তা দখলকারী সকল দোকানপাটের মালিকদেরকে সচেতন করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তাদেরকে বান্দরবানের সৌন্দর্য রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতেও বান্দরবান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রকম অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আইন অমান্য করে যারা পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য নষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘন্টা, মার্চ ১৫, ২০২০
এসএমএকে/এসআইএস