ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

দেশে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, মার্চ ১৪, ২০২০
দেশে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে আরও দুই বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ দুজন ইতালি ও জার্মান থেকে এসেছেন।

শনিবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

তিনি বলেন, আক্রান্ত দু’জনই বিদেশ ফেরত ও হোম কোয়ারেন্টিনে ছিলেন।

তাদের মধ্যে একজন ইতালি ও আরেকজন জার্মানি থেকে এসেছেন। আক্রান্ত দু’জনকেই হাসপাতালে রাখা হয়েছে। তাদের যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা শুরু করেছি।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকেই তাদেরকে আমরা পেয়েছি এবং শনাক্ত হওয়ার পরই তাদেরকে হাসপাতালে নিয়ে গেছি।

মন্ত্রী বলেন, আজকেও প্রায় দেড়শজন বিদেশ থেকে এসেছেন। তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে রেখেছি। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তারা সবাই সুস্থ আছেন।

তিনি আরও বলেন, তারা ইতালি থেকেই সার্টিফিকেট নিয়ে এসেছে যে, তারা সুস্থ আছেন। তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়ে বিভিন্ন পরিবহনে পুলিশ স্কটে যার যার এলাকায় পৌঁছে দেব। তারা যেন কোয়ারেন্টিনে থাকে সেই ব্যবস্থা করব।

ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে রোববার আরও দেড়শজন আসছেন বলেও জানান মন্ত্রী।

এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসআইএস/এজে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।