পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্য ও তুরস্ক বাদে ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে আগামী ১৪ দিন প্লেন যোগাযোগ বন্ধ থাকবে। আগামীকাল (১৫ মার্চ) মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোববার মধ্যরাত থেকে ইউরোপের সঙ্গে আগামী ১৪ দিন প্লেন চলাচল বন্ধ থাকবে।
এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য ও তুরস্ক এর আওতার বাইরে।
তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যাত্রীবাহী প্লেন চলাচল বন্ধ থাকলেও কার্গো প্লেন চলবে।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি-না, সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
টিআর/এইচএডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।