ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মার্চ ৫, ২০২০
ফেনীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা

ফেনী: ফেনীতে দিনে-দুপুরে মাদকসেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে সদর উপজেলার শহীদ মিনার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সদর উপজেলার শহীদ মিনার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাগাজী উপজেলার সিরাতুন্নবী ওমর, বাগেরহাটের শুক্কুর তালুকদার, লক্ষ্মীপুরের রামগতির জমির আলী, ফেনীর দক্ষিণ বিরিঞ্চির আবু তাহের ও পাঁচগাছিয়ার তাজুল ইসলাম। তাদের মধ্যে দুইজনকে তিনমাসের কারাদণ্ড এবং তিনজনকে এক মাসের কারাদণ্ড করা হয়েছে। এছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানাকরা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা শাখার সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, পরিদর্শক অমর কুমার সেন এবং অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।