ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, মার্চ ৪, ২০২০
রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মৌলভীবাজার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০৩ মার্চ) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।

এ ঘটনায় আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে হতাহতদের বহনকারী প্রাইভেট কারের চাকা খুলে দুর্ঘটনাটি ঘটে। এতে জাকের ও মুকিত ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুরুতর আহত হন শাওন।  

দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রিয়াদের কিং ফাহাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম দস্তগীর বলেন, ঘটনাটি সত্যি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।