ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, আগস্ট ৫, ২০২৫
জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মো. দাউদ আলী।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।   

রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বৈধ পথে আরও বেশি করে রেমিট্যান্স পাঠানোর জন্য রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।