ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

আইজিপিকে জড়িয়ে এআই জালিয়াতি, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, আগস্ট ৫, ২০২৫
আইজিপিকে জড়িয়ে এআই জালিয়াতি, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা পুলিশ সদর দপ্তর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ও কণ্ঠ নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি এআই জেনারেটেড ভিডিওতে আইজিপির স্থিরচিত্র ও ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলেছে, এই ধরনের কর্মকাণ্ড ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে ভিডিওটি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সব নাগরিককে এমন ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।