ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

উত্তরায় ২ কেমিক্যাল গোডাউন সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, মার্চ ৩, ২০২০
উত্তরায় ২ কেমিক্যাল গোডাউন সিলগালা গোডাউন সিলগালা।

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুইটি কেমিক্যাল গোডাউন সিলগালা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে সেখানে মজুদ থাকা কেমিক্যাল পণ্য জব্দের পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) জুলকার নায়ন।

এ সময় ১০ নম্বর সেক্টরের একটি ভবনে একই মালিকানায় দুইটি কেমিক্যাল গোডাউনের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত।

  পরে ‘আরএইচএস কর্পোরেশন’ এবং ‘হাওলাদার ডাইস কেমিক্যাল’ নামে গোডাউন দুইটি সিলগালা করা ও গোডাউন দুটির ৩৫৩ ড্রাম এবং কেমিক্যাল ১১২ বস্তা দাহ্য পাউডার জব্দ করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল ও বায়ু দূষণের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে জুলকার নায়নের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা ও বায়ুদূষণ করার অপরাধে উত্তরার ৪, ৬ ও ১০ নম্বর সেক্টরে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী তিনটি হোল্ডিংকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীতে অবৈধভাবে ফুটপাত ও রাস্তার উপর বালু, ইট, পাথর ইত্যাদি নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণের অপরাধে একটি ডেভলপার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাতের দখল করে কুকুর/বিড়ালের আবাসস্থল নির্মাণ, নোংরা, দুর্গন্ধময় করার অপরাধে বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য মুচলেকা নেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।