ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাকশালের সাবেক জিএম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ফেব্রুয়ারি ২৬, ২০২০
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাকশালের সাবেক জিএম নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়ায় সড়ক দুর্ঘটনায় টাকশালের সাবেক জিএম আব্দুস সোবহান খান (৮০) নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিপাহিপাড়ার নিন্টু ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  
 
আব্দুস সোবহান খান বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি প্রিন্টিং  কর্পোরশনের (টাকশাল) সাবেক জিএম।

তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ির ধামারন গ্রামের মৃত সুলতান খানের ছেলে। তিনি ঢাকার বাসাবো এলাকায় থাকতেন।

ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব ইন্সপেক্টর নুর আলম বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুস সোবহান সিপাহিপাড়ার নিন্টু ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।