ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, ফেব্রুয়ারি ২৬, ২০২০
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্নি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জগামী আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাস সদর উপজেলার আন্ডারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হন। এদিকে সকালে লক্ষ্মীপুর পৌরসভার ঝুমুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন।  

এছাড়া দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মাইলের মাথায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সকাল থেকে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।