ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন ডলার দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, ফেব্রুয়ারি ২৫, ২০২০
রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন ডলার দেবে জাপান

ঢাকা: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান দূতাবাস জানায়, ১৭ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গাদের জন্য সহায়তা দেওয়ার বিষয়ে গত ৩০ জানুয়ারি জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এই অর্থ ইউএনএইচসিআর, আইওএম, ইউএনএফপিএ,  ইউনিসেফ, এফএও, ইউএনউইমেন, ডাব্লিউএফপি, আইআরসি, জেপিএফ–এর মাধ্যমে ব্যয় করা হবে।

জাপান সরকারের দেওয়া এই অর্থ রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনা, আশ্রয় কেন্দ্র উন্নয়ন, শিশুদের রক্ষা, চিকিৎসাসেবা, জীবন-জীবিকা উন্নয়ন ইত্যাদি খাতে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ঢলের পর জাপান এই পর্যন্ত ৯৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। অতিরিক্ত এই ১৭ মিলিয়ন ডলার দেওয়ার ফলে জাপানের সহায়তার পরিমাণ দাঁড়ালো ১১২ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।