ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিডিআরসিএস ব্লাড ব্যাংককে ৩টি ভ্রাম্যমাণ বাস হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বিডিআরসিএস ব্লাড ব্যাংককে ৩টি ভ্রাম্যমাণ বাস হস্তান্তর বিডিআরসিএস ব্লাড ব্যাংককে ৩টি ভ্রাম্যমাণ বাস হস্তান্তর করা হয়েছে।

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) রক্ত সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করতে তিনটি ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের বাস হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মগবাজারে সোসাইটির জাতীয় সদর দপ্তরে ঢাকা, চট্রগ্রাম এবং সিলেট রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংককে বাস এবং এর চাবি দেওয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের প্রয়োজনীয় নিরাপদ রক্তের চাহিদা মেটাতে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় রক্ত সংগ্রহের জন্য বাস দেওয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ি ও এর চাবি ঢাকা, চট্রগ্রাম ও সিলেট ব্লাড ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।