ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সবুজবাগে ছুরিকাঘাতে কিশোর আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, ফেব্রুয়ারি ১২, ২০২০
সবুজবাগে ছুরিকাঘাতে কিশোর আহত

ঢাকা: রাজধানীর সবুজবাগের কদমতলী এলাকায় ছুরিকাঘাতে সানি (১৩) নামে কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হিরাজি গলিতে এ ঘটনা ঘটে।

সানি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সেনেটারি মিস্ত্রি সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে কদমতলী এলাকায় থাকে।

 

আহত সানির বাবা সিরাজ মিয়া বলেন, সানি তেমন কিছুই করে না। বিকেলে বাসার সামনে হিরাজি গলিতে আলামিন নামে একটা ছেলে তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হামলাকারীকে আটক করেছে পুলিশ। আলামিন কেন তার ছেলেকে ছুরিকাঘাত করেছে ও আলামিনের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে রক্ত দেওয়া হচ্ছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, যে আহত হয়েছে সে কিশোর। যাকে আমরা আটক করেছি সেও কিশোর। দু’জন আবার বন্ধু। হয়তোবা কোনো কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন সানিকে ছুরিকাঘাত করেছে। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।