ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশ-পোল্যান্ড এফওসি সমঝোতা সই বুধবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪২, ফেব্রুয়ারি ১২, ২০২০
বাংলাদেশ-পোল্যান্ড এফওসি সমঝোতা সই বুধবার

ঢাকা: বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে পররাষ্ট্র বিষয়ক পরামর্শক সভা (এফওসি) সমঝোতা স্মারক সই হবে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি)। দু’দেশের মধ্যে প্রথমবারের মতো এ এফওসি সমঝোতা সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে এফওসি সই হবে। এর আগে দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর পোল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মারসিন প্রেডেক্স।

দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে এফওসি সই হয়ে থাকে। বাংলাদেশ-পোল্যান্ডের মধ্যে এফওসি সই হলে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক, রাজনৈতিক, ভিসা সহজীকরণ, যোগাযোগ ইত্যাদি সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।