ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ভান্ডারিয়ায় ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, ফেব্রুয়ারি ১২, ২০২০
ভান্ডারিয়ায় ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি মাদরাসার পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত গণিত পরীক্ষা চলাকালীন ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষের দায়িত্ব পালনরত ওই ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
নাম প্রকাশ না করা শর্তে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক বাংলানিউজকে জানান, ওই কেন্দ্রের কিছু শিক্ষকরা ছাত্রদের নকল সরবরাহসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।

আর অব্যাহতি পাওয়া শিক্ষকরাও ওই সব কাজের সঙ্গে জড়িত।

শিক্ষকরা হলেন- বদিউজ্জামান,  রফিকুল ইসলাম, ফাইজুন্নেছা ও রফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।