ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওআইসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, ফেব্রুয়ারি ১২, ২০২০
আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওআইসি ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল

ঢাকা:  নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্খা (ওআইসি)। একইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে  আগামী ৩-৪ এপ্রিল নাইজারে সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক বসার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯-১১ ফেব্রুয়ারি জেদ্দায় ওআইসির সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে গত ২৩ জানুয়ারি আইসিজে যে রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমারকে উদ্যোগ নেয়ার জন্য যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানায় ওআইসি।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে আগামী ৩-৪ এপ্রিল নাইজারে  ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে আইসিজে’তে লড়াইয়ের জন্য বৈঠকে অংশগ্রহণকারী গাম্বিয়া প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।