ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে ৩ ইটভাটাকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, ফেব্রুয়ারি ১২, ২০২০
পার্বতীপুরে ৩ ইটভাটাকে জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর): অবৈধভাবে ইট পোড়ানো ও পরিমাপে কারচুপি করার দায়ে দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে তিন ভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. শামসুজ্জামান।

এসময় পরিবেশ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে আবু তাহের মো. শামসুজ্জামান জানান, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইটের পরিমাপে কারচুপি করায় সোহাগী ব্রিকস, ফাইভ স্টার ব্রিকস ও আরএম ব্রিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।