ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বংশালে নকল বৈদ্যুতিক তারের কারখানা, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, ফেব্রুয়ারি ১২, ২০২০
বংশালে নকল বৈদ্যুতিক তারের কারখানা, জরিমানা

ঢাকা: রাজধানীর বংশালে অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তার তৈরির দায়ে একটি কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায় বংশাল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, বংশালের কায়টুলী আব্দুল হাদি লেনের একটি কারখানায় অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তারের সন্ধান পাওয়া যায়।

কারখানায় নকল বৈদ্যুতিক তার তৈরি করে বিআরবি, বিজলিসহ নামি-দামি বিভিন্ন ব্রান্ডের মোড়কে বাজারজাত করে আসছিলো।

যার ফলে ক্রেতারা নির্ধারিত বাজারমূল্যে আসল বৈদ্যুতিক তার ক্রয়ের নামে প্রতারিত হয়ে আসছেন। আর এ ধরনের নিন্মমানের নকল তারের কারণে শটসার্কিটের মাধ্যমে অগ্নিঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়।

এ অভিযোগে ওই কারখানার মালিক ফারুককে (২৬) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নকল বৈদ্যুতিক তার তৈরির বিরুদ্ধে ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।