ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

পুনর্বাসন কেন্দ্রে শিশু নির্যাতন, খতিয়ে দেখতে তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, ফেব্রুয়ারি ৬, ২০২০
পুনর্বাসন কেন্দ্রে শিশু নির্যাতন, খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বরিশাল: বরিশাল নগরের রূপাতলী এলাকায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালক শাখায় দুই শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটির অপর ২ সদস্য হচ্ছেন, সহকারী পরিচালক মো. জাবেদ আহম্মেদ ও উচ্চমান সহকারী মো. বশির আহম্মেদ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে তদন্তকারী দলের প্রধান মো. শহিদুল ইসলাম জানান, বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) শাহপাড় পারভীনের নির্দেশক্রমে এক অফিস আদেশের মাধ্যমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  আশা করি নির্ধারিত সময়ের মধ্যে পুরো ঘটনার তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝালকাঠির একটি আদালত জিসান ও হযরত আলী নামের দুই শিশুকে শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে পাঠায়। ওই দুই শিশু কেন্দ্রে যাওয়ার কয়েকদিন পর তাদের গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।