ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় শিশুদের সক্ষম করে গড়ে তুলতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, ফেব্রুয়ারি ৫, ২০২০
দুর্যোগ মোকাবিলায় শিশুদের সক্ষম করে গড়ে তুলতে হবে

বাগেরহাট: ঝড়, জলোচ্ছ্বাস কিংবা প্রকৃতিক দুর্যোগে দেশের উপকূলীয় জেলাগুলো সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওইসব এলাকার শিশুরাও ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ মোকাবিলায় শিশুদের সক্ষম করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে শিশুকেন্দ্রিক দুর্যোগ-ঝুঁকি-হ্রাস বিষয়ক পর্যালোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সভায় আরও বক্তব্য রাখেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার, এলজিসির বাগেরহাট জেলা সমন্বয়কারী তাজুল ইসলামসহ ৯ উপজেলার শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা।

বক্তারা বলেন, দুর্যোগের সময় বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। তাই দুর্যোগের সময়, আগে ও পরে শিশুদের সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান এমনভাবে তৈরি করতে হবে, যাতে দুর্যোগের সময়ও তারা নিরাপদে থাকতে পারে। দুর্যোগের ফলে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই ব্যবস্থা করতে হবে।

জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, উপকূলীয় এলাকার প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং পরবর্তী করণীয় বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে শিশুদের সক্ষম করে তুলতে হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ রামপালের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্যোগ সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবশিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে জরুরি অবস্থায় শিক্ষা কর্মসূচির আওতায় ইউনিসেফের আর্থিক সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।