ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভোলায় শিশুধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, ফেব্রুয়ারি ১, ২০২০
ভোলায় শিশুধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে আটক  

ঢাকা: ভোলায় চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এক শিশুধর্ষণ মামলার আসামি শের আলীকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভিকটিম ভোলা সদর থানার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী (০৮)।

গত ২০ জানুয়ারি শিশুটিকে নতুন জামা দেওয়ার কথা বলে ধর্ষণ করে শের আলী।

এ ঘটনায় ভিকটিমের বাবা ২১ জানুয়ারি বাদী হয়ে ভোলা সদর থানায় একটি মামলা করেন। মামলাটি স্পর্ষকাতর হওয়ায় পুলিশের পাশাপাশি আসামিকে ধরতে তৎপরতা শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত শের আলীকে রাজধানীর পল্লাবী এলাকা থেকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শের আলী ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।