ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

কল্যাণপুরে চার জঙ্গি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, জানুয়ারি ৩১, ২০২০
কল্যাণপুরে চার জঙ্গি আটক

ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৩১ জানুয়ারি) র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল তাদের আটকের বিষয়টি জানান।  

আটকরা হলেন- ওসমান (৩২), তামিমুর রহমান (২৬), রমজান আলী চৌধুরী রিপন (৩৩) ও সোলেমান মিয়া বাবুল (৩২)।

র‌্যাব জানায়, আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর এএসপি সজল জানান, আটকরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি- তারা কথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আটক চারজন আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ শাখার কর্মী। তারা নিয়মিত দেশের বিচ্ছিন্ন জেলায় গোপন বৈঠকের জন্য যেত এবং নতুন সদস্য সংগ্রহ করতো।

তিনি জানান, ঢাকায় গোপন বৈঠকের জন্য কল্যাণপুর এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করছিল তারা। এ সময় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। বৈঠকে থাকা আরো বেশ কয়েকজন পালিয়ে গেছে।  

পলাতকদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্র্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।