ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫১, জানুয়ারি ৩১, ২০২০
ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন (৫৭) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জুনিয়াদহ পুলিশ ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। মোতালেব ওই ক্যাম্পের আনসার নায়েক হিসাবে কর্মরত ছিলেন।

তার বাড়ি বরগুনা জেলায়।

জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত বাংলানিউজকে জানান, জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের স্থায়ী ভবন না থাকার কারণে পুলিশ ক্যাম্পটি ইউপি ভবন ব্যবহার করে আসছে। দুপুরে ওই আনসার সদস্য গোসল শেষ করে ছাদে পোশাক রোদে শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।