ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

দুই দিন পর ট্রাকের নিচে মিললো হেলপারের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, জানুয়ারি ১৫, ২০২০
দুই দিন পর ট্রাকের নিচে মিললো হেলপারের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় খাদে পড়ার দুই দিন পর ট্রাকের নিচ থেকে মিললো হেলপারের মরদেহ।  

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে খাদ থেকে আলু বোঝাই ট্রাকটি উত্তোলন করার পর নিচে চাপা পড়া মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত হেলপারের নাম স্বাধীন মিয়া (২৫)।

তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার বানিয়াপুর কাশিনাথপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) দিনগত গভীর রাতে আলু বোঝাই ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর অংশের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল নামক স্থানে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

নগরকান্দা থানার উপ পরিদর্শক (এসআই) অসীম মণ্ডল জানান, আলু বোঝাই ওই ট্রাকটি রাজশাহী থেকে ভোলা যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ট্রাকের হেলপার স্বাধীন মিয়া নিচে চাপা পড়েন। স্বাধীনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।