ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জানুয়ারি ১৪, ২০২০
ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুইটি বাংলানিউজকে বলেন, তাদের বাড়ি শরীয়তপুরের সখিপুর উপজেলায়। তারা গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকে ফার্মেসির ব্যবসা করতেন। সোমবার রাতে মোটরসাইকেলে করে মতিঝিল এলাকায় যাওয়ার আসার কথা ছিলো তার। পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের কথা শুনে আসি এবং মৃত অবস্থায় পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।