ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, ডিসেম্বর ২৩, ২০১৯
নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আগলা, গালিমপুর, কলাকোপা ও কৈলাইল ইউনিয়নের উপস্থিত সব মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।   

আগলা প্রগতি সংঘের আয়োজনে সাবেক এমপি মুক্তিযুদ্ধকালীন গণপরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ সুবিদ আলী টিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য, শিল্প ও শক্তি বিভাগের সচিব সাহিন আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, মুক্তিযোদ্ধা শাহ আবু বক্কর সিদ্দিকী, আবুল কালাম আজাদ দারু, ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন মিয়া, আবেদ হোসেন, তপন মোল্লা, পান্নু মিয়া, যুবলীগ নেতা রাকিব পত্তনদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।