ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধদের নাম রাজাকারের তালিকায় আসায় বরিশালে প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, ডিসেম্বর ১৮, ২০১৯
মুক্তিযোদ্ধদের নাম রাজাকারের তালিকায় আসায় বরিশালে প্রতিবাদ মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: মুক্তিযোদ্ধাদের নাম ওঠায় রাজাকারের তালিকা বাতিল ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

বুধবার  (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ।

বিভিন সংগঠনের নেতাদের উপস্থিতিতে কর্মসূচিতে বক্তারা বলেন, সদ্য প্রকাশিত রাজাকারদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও অপমানকর। যেসব মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের নাম রাজাকারদের তালিকায় আসা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড বলেই মনে করেন তারা। যার কারণে এই তালিকা দ্রুত বাতিল করা ও একইসঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ