ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, ডিসেম্বর ১৫, ২০১৯
পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ১

ঢাকা: পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে পরিচয়ের সূত্রে আর্থিক প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ফেসবুকে সম্পর্ক করতেন।

এরপর প্রলোভন দেখিয়ে বিভিন্ন পন্থায় মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা চালিয়ে আসছিলেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।