ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪১, ডিসেম্বর ১৫, ২০১৯
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলায় ছয় বোতল ফেনসিডিলসহ তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে দবাই করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের জেআর টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে হাসানুল হক ওরফে হাসান (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। হাসানুল সদর উপজেলার বন্দর গ্রামের বাসিন্দা।

 

ডিবি পুলিশের ওসি কেএম রবিউল ইসলাম জানান, শনিবার রাতে মাদক ব্যবসায়ী হাসানুল হক জে আর বাসের টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

হাসানুল হকের বিরুদ্ধে মুজিবনগর ও মেহেরপুর সদর থানায় মাদক আইনে একাধিক মাদক রয়েছে। এছাড়া ফেনসিডিলসহ গ্রেফতারের ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।