ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, ডিসেম্বর ১৪, ২০১৯
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

পাবনা: পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই আবুল বাশার (৪৫)।

পুলিশ জানায়, হাসপাতালে রোগী দেখতে সকালে মাহাতাব ও তার জামাই বাশারসহ কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাবনায় যাচ্ছিলেন। পথিমধ্যে জালালের ঢাল এলাকায় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই শ্যালোইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আশঙ্কাজনক হওয়ায় আবুল বাশারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান। আহত কুতুব উদ্দিন ও মুছাদ আলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।