ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, নভেম্বর ২০, ২০১৯
টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

টাঙ্গাইল: নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নের প্রতিবাদে ও সংশোধনের দাবিতে টাঙ্গাইলে সব ধরনের বাস চালানো বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে করে চড়ম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জেলায় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় সব বাস ও মিনিবাস। ফলে টাঙ্গাইলের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

একই দাবিতে গত তিনদিন ধরে যানবাহন চালানো বন্ধ রেখেছেন ভূঞাপুর ও গোপালপুর উপজেলার পরিবহন শ্রমিকরাও।

টাঙ্গাইল বাস-মিনিবাস শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, নতুন আইনে যানবাহন চালকদের আপত্তি রয়েছে। আর তাই আইনটি সংশোধনে দাবিতে শ্রমিকরা নিজেরাই বাস চালানো বন্ধ রেখেছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।