ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে চার হাজার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মে ১১, ২০১৯
টাঙ্গাইলে চার হাজার ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ আটকরা। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার সিলিমপুর এলাকা থেকে ৪ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (উত্তর)। 

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।  

আটকরা হচ্ছেন- সখীপুর উপজেলার হামচালা গ্রামের মো. সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার (২২), সিলিমপুর বড় মৌষা গ্রামের মো. মোংলার ছেলে মো. সোহেল মিয়া (১৯)।

শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে চার হাজার ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় অপর আসামি সবুজ মিয়া পলাতক রয়েছে।  

আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সখীপুর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।