ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন, স্বামী-সতীন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, মে ১১, ২০১৯
শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন, স্বামী-সতীন আটক শিকলে বাঁধা ফাতেমা আক্তার, ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় শিকলে বেঁধে ফাতেমা আক্তার (২৫) নামে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী জাহাঙ্গীর আলম ও তার প্রথম স্ত্রী নার্গিস আক্তারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) দিনগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার খারনৈ গ্রাম থেকে তাদের আটক ও নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, উদ্ধারের পর নির্যাতিত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম স্ত্রী নার্গিসকে সংসারে রেখে ফাতেমাকে বিয়ে করে ঘরে তোলে জাহাঙ্গীর। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সংসারে শুরু হয় অশান্তি। এর জের ধরেই সতীন ও স্বামীর ক্ষোভের শিকার হন ফাতেমা। বিভিন্নভাবে তার উপর চলতে থাকে নির্যাতন।

এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।