কাজল উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে।
শুক্রবার (১০ মে) দিনগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের গাঁড়াডোব মাঠে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, প্রেমে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রামকৃঞ্চপুর ধলা গ্রামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় কাজল। এ ঘটনার পর বিষয়টি পুলিশকে জানায় ওই গৃহবধূর পরিবার।
এরপর শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে শুক্রবার রাতে তাকে দিয়ে ইউনিয়নের গাঁড়াডোব এলাকার একটি বাঁশবাগানে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তার সহযোগীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া কাজল একই গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় সে পলাতক ছিলো।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ১১, ২০১৯
ওএইচ/