শুক্রবার (১০ মে) সকালে পঞ্চগড় শেরে-বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা কারা হেফাজতে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশকে হত্যাসহ এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
>> আইনজীবী পলাশের মৃত্যু: বিচারিক তদন্তের নির্দেশ
জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন- নিহত পলাশ কুমার রায়ের মা মীরা রাণী, জাসদের সুবাস চন্দ্র রায়, সপিকুল ইসলাম প্রমুখ।
গত ২৫ মার্চ দুপুরে একটি প্রতিষ্ঠানের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার সময় প্রধানমন্ত্রীর নামে পলাশ কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। রাজীব রানা নামে এক তরুণ তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। তাকে আটক করে ২৬ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৬ এপ্রিল কারা হাসপাতালের বাথরুমে অগ্নিকাণ্ডের শিকার হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল দুপুরে পলাশ মারা যান।
>> আইনজীবী পলাশের মৃত্যুর ঘটনায় ব্যারিস্টার সুমনের রিট
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১০, ২০১৯
জিপি