ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইনজীবী পলাশ হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মে ১০, ২০১৯
আইনজীবী পলাশ হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়: পঞ্চগড়ে কারা হেফাজতে থাকা অবস্থায় ঢাকা বারের আইনজীবী পলাশ কুমার রায়ের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে পঞ্চগড় শেরে-বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা কারা হেফাজতে জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশকে হত্যাসহ এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।



>> আইনজীবী পলাশের মৃত্যু: বিচারিক তদন্তের নির্দেশ

জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন- নিহত পলাশ কুমার রায়ের মা মীরা রাণী, জাসদের সুবাস চন্দ্র রায়, সপিকুল ইসলাম প্রমুখ।

গত ২৫ মার্চ দুপুরে একটি প্রতিষ্ঠানের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার সময় প্রধানমন্ত্রীর নামে পলাশ কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। রাজীব রানা নামে এক তরুণ তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। তাকে আটক করে ২৬ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৬ এপ্রিল কারা হাসপাতালের বাথরুমে অগ্নিকাণ্ডের শিকার হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল দুপুরে পলাশ মারা যান।

>> আইনজীবী পলাশের মৃত্যুর ঘটনায় ব্যারিস্টার সুমনের রিট

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।