ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বস্ত্র প্রকৌশলী মিঠুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, মে ১০, ২০১৯
বস্ত্র প্রকৌশলী মিঠুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: গ্রিন লাইফ কম্পোজিট লিমিটেডের ওয়াশিং প্লান্টের জেনারেল ম্যানেজার সারওয়ার জাহান মিঠুর ওপর হামলার প্রতিবাদে অভিযুক্ত মালিক আবু ফয়সাল মোসাব্বির সায়মনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (১০ মে) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বস্ত্র প্রকৌশলীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের সংসদ সদস্য বস্ত্র প্রকৌশলী মোজাফফর হোসেন হামলাকারী মালিক নামক নরপিশাচের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, বস্ত্র প্রকৌশলীরা দেশের অর্থনীতির প্রাণ।

পোশাক খাত থেকেই দেশের সিংহভাগ রফতানি আয়  আসে। কিন্তু মালিক নামক নরপশু সায়মন শুধু এক মিঠুর ওপর হামলা করেনি, পুরো বস্ত্র খাতের ওপর হামলা করেছে। প্রকৌশলীরা ভুল করলে আইন আদালত আছে। কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অবশ্যই সায়মনকে আইনের আওতায় নিয়ে আসা হবে।  

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আটিটির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল হক প্রমুখ।  

মানববন্ধনে সারাদেশ থেকে আসা কয়েক শতাধিক বস্ত্র প্রকৌশলী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।