বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নূরজাহানের গ্রামের বাড়ি গাইবান্ধা।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লামহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাভারের কর্ণপাড়া এলাকায় ওই নারী পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস