ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, সেপ্টেম্বর ৪, ২০২৫
বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার ১ প্রতীকী ছবি

ঢাকা: বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ সুপার জসীম উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সংশ্লিষ্টতা উদঘাটিত হলে, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম বুধবার দিনগত রাতে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জসীম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, সে আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং কিশোর আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মাত্র ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আন্দোলনকারীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের মরদেহ গুম করার চেষ্টা করা হয়।

এই হত্যাকাণ্ড ও মরদেহ গুমের চেষ্টার ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা হয়।

আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দপূর্বক রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার রহস্য উদঘাটন এবং অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জসীম উদ্দিন।

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।